বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

মহেশখালী পৌরসভায় নারিকেল চারা বিতরণ 

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

মহেশখালী পৌরসভায় নারিকেল চারা বিতরণ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নারিকেলের চাহিদা পূরণের লক্ষ্যে  বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, মহেশখালী পৌরসভায়ও ব্যাপকভাবে নারিকেল চারা বিতরণ করেন মহেশখালী পৌর আ.লীগের সভাপতি ও মহেশখালী পৌর মেয়র আলহাজ মকসুদ মিয়া।

মেয়র মকসুদ মিয়া উপস্থিত মানুষদের উদ্দেশ্যে বলেন, গতবছর বাংলাদেশে বহু কোটি টাকার নারিকেল আমদানি করতে হয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে কারো উপর নির্ভর রাখতে চাননা তাই নিজ দেশেই নারিকেল উৎপাদন করতে উদ্যোগ নেন। আপনারা খালি জায়গায় ও ঘরের আঙ্গিনায় নারিকেল চারা রোপণ করুন, দেশের টাকা দেশে রাখুন।

তিনি  সোমবার (২৯ জুলাই) মহেশখালী পৌরসভার ঘোনাপাড়া কেন্দ্রীয় মসজিদের মাঠে চারা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় মহেশখালী পৌরসভার স্থানীয় কাউন্সিলর মন্জুর আলমসহ সাংবাদিক, দলীয় নেতাকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে বিবিধ প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে নারিকেলের চারা বিতরণ করেন। পরে ব্যাপক বৃষ্টিতে পৌরসভার নিম্ন এলাকায় জলাবদ্ধতা হচ্ছে কিনা দেখার পাশাপাশি বিভিন্ন রাস্তা ঘাট পরিদর্শন করেন মহেশখালী পৌর মেয়র আলহাজ মকসুদ মিয়া।

টিএইচ